আমি কোন কবি নই
যে কথার তুলির সাথে ভাবের রং মিশিয়ে
পদ্য রচনা করবো।
আমি কোন সঙ্গীতজ্ঞ নই
যে, বাক্যসুধার তালে সুর,ছন্দের গতি মিলিয়ে
গীত আবিস্কার করবো।
আমি কোন চিত্রকর নই
যে, আকাশের পটে রঙধনুর রঙে
কল্পনার তুলর কোমল স্পর্শে চিত্রশিল্প গড়ে তুলবো।
আমি কোন ভাস্কর নই
যে, ইট পাথর আর সিমেন্টের উপযুক্ত মিলনে
ভাস্কর্য শিল্প গড়ে তুলবো।
আমি কোন প্রবন্ধকার নই
যে, মেধাশক্তির ক্ষেত্রে শব্দবৃক্ষের সুসজ্জিত নন্দন অরণ্যে প্রবন্ধের পর্যটন শিল্প গড়ে তুলবো।
আমি কোন গল্পকার নই
যে, ঘটনার ঘনঘটায় চারুবাক্যের শুভ দৃষ্টি বিনিময়ে
গড়ে তুলবো গল্পকোষ।


তবুও চলছে অনর্থক প্রয়াস।


ক।৫৬/১৫