আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে
এই পথ ছেড়ে অজানা অচিনপুরে।
আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে।
সাথীহারা এই অন্ধ পথিক পথ খুঁজে নাহি পায়
নিশানাবিহীণ ঠিকানার খোঁজে দিন শুধু চলে যায়।
রাতেও আঁধার দিনেও আঁধার গীত নাই মোর সুরে।
আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে
এই পথ ছেড়ে অজানা অচিনপুরে।
আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে।
এখন আমার একলা জীবন প্রেমহীন আছি বেশ
নাই কোন হাসি ভালবাসাবাসি নাই কোন কায়ক্লেশ
ফুল্ল কাননে চৈত্রদহনে হৃদয় যায় যে পুড়ে।
আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে
এই পথ ছেড়ে অজানা অচিনপুরে।
আঁধার আমায় ডেকে নিয়ে যায় দুরে।
(গীতিকবিতা)
স।০১।২১
১১।০৫।২৩