আমি কোন কবি নই।
কবি হওয়া সেতো এক আজন্ম সাধনার বিষয়।
হৃদয়ে রক্ত ঝড়াতে হয়
চোখে অশ্রু বহাতে হয়
আর পোহাতে হয় বিনিদ্র বিরহ রজণি
অবোধ রজণি।
কবিদের সকল সময় মানবতার মিছিলে থাকতে হয়
ছিন্নমূলদের কূড়েঘরে মাথা রাখতে হয়।
আর হৃদয়রাজ্যজুড়ে জাগাতে হয় প্রতিবাদের ভাষা।
অন্যায়ের বিরুদ্ধে কলম শানিয়ে রাখতে হয়
প্রতিটি মূহূর্ত।
বড় বড় ক্ষমতাশালী কর্তাদের রোষানলে পরার ভয় সহ্য করতে হয়
অসহায়দের পাশে থেকে লড়তে হয়।
দুর্বিনীত,অবাধ্য শব্দ নিয়ে
অশান্ত, অসংযত শব্দ দিয়ে
মানবতার আকাশচুম্বি স্মৃতিসৌধ গড়তে হয়।
এইসব জটিল আকাশছোঁয়া কর্মকান্ডের কোনটিই তো আমার মধ্যে দেখতে পাই না।
তবে আমি কি?
আত্নপ্রচারলোভী, সুবিধাবোধী, কবি জাতীয় কিছু নই তো?
আসলে  কি আমি?
হয়তো আমি কোন কিছুই নই।


৪৯/৯