একটু একটু করে সাথীর হৃদয় নীড়ে আমি আসলাম।
একটু একটু করে সাথীর ও মুখখানি ভালোবাসলাম।
তারপর ধীরে ধীরে সাথীর হৃদয় দ্বিপ জয় করলাম
প্রেমের নিশানা হাতে গৌরব সুখটুকু বুকে ভরলাম।
তারপর ধীরে ধীরে সুখের অশ্রু নীরে আমি ভাসলাম।  
একটু একটু করে সাথীর হৃদয় নীড়ে আমি আসলাম।
একটু একটু করে সাথীর ও মুখখানি ভালোবাসলাম।
এখন আমার মন কাব্য কাননে ধরে থাকি
হৃদয়ের পটভূমে নিখিলের ছবি আঁকাআঁকি
হায় হায় একি হলো চোখের কোনায় কেন জল!
এ প্রেমের অগোচরে কোথা হতে নামলো রে ঢল
অশ্রু আমার সাথী মনে মনে বুঝে নিয়ে মৃদু হাসলাম।
একটু একটু করে সাথীর হৃদয় নীড়ে আমি আসলাম।
একটু একটু করে সাথীর ও মুখখানি ভালোবাসলাম।
   (স।১১।২)
গীতি কবিতা