তোমার কাজলা চোখের  জোড়া কপাট খুলে
যে জল গড়িয়ে পরেছিল
মাত্র কয়েকমিনিট আগে
এখন তা বন্ধ।
জলের ধারা শুকিয়ে গেছে।
তবে অশ্রুগড়িয়ে যাওয়ার রাস্তাটা এখনো দৃশ্যমান।
কিছু সাদাটে দাগ পরেছে ওখানে।
হয়তো একটু পরে রুমালের অবাঞ্চিত হস্তক্ষেপে
সেটাও আর থাকবে না।
এই দৃশ্যটা যে কতটা স্বর্গীয় মোহণিয়
তা কলমের আঁচরে প্রকাশযোগ্য মনে হয় না।
তোমার হৃদয় আকাশে
শোকের কালমেঘের যে জটলা
এখন অনেকটা হালকা।
ভাগ্যিস তোমার চোখে বৃষ্টি হয়েছিল
নইলে হয়তো শোকের ঝড় বয়ে যেতো।
ক।।৪৮/১৬