আত্নারা বাস ক‌রে


কোথায়  রয়েছে আমি?
আমার  আত্না আমি খুঁজিব কোথায়?
কোথায় রয়েছে সে কোনখানে ক‌রে বসবাস?
জবাব  পাই না কিছু ক‌রি হাহুতাশ।
সমস্ত শরীর জু‌ড়ে যত অঙ্গ আছে
অঙ্গশরী‌রে য‌তো প্রতিঅঙ্গ অাছে
একে একে সকলেরে প্রশ্ন শুধাই
কোন ত‌রিকায় আমি ক‌রিবো যাচাই?
কোনখানে আত্নারা আছে?
কোনখা‌নে আত্নারা বাঁ‌চে?
তাঁরা যেন ডেকে বলে আত্নারা বাস করে দেহের ভিতর।
আত্নারা বাস করে মানুষের শরীরের রক্তের ভিতর।
আত্নারা বাস করে মানুষের শরীরের গোশ্তের ভিতর।
আত্নারা বাস করে মানুষের শরীরের হাড্ডির ভিতর।
আত্নারা বাস করে মানুষের শরীরের স্নায়ুর ভিতর।
আত্নারা বাস করে মানুষের জীবনের আয়ুর ভিতর।
চোখ আর নাক,কান,মুখ
হাত,পাও,হৃদপিন্ড বুক
ফুসফুস,পাকথলী,কলিজার কাছে
সকল অঙ্গ জুড়ে আত্নারা আছে।
এইসব আত্নারা বস্তুজগৎ ছেড়ে য‌দি ফি‌রে যায়
দুই চো‌খে অকার‌নে কেন আসে নোনাজল
বোকা মন কেন করো শুধু হা হুতাশ
বুকজু‌ড়ে কেন আনো সুদীর্ঘশ্বাস!


২২/৪