(গীতি কবিতা)


তুমি বন্ধু কেমন বন্ধু কাছে কেন আসো না
ব্যথা দিয়ে দূরে থাকো প্রেমজলে ভাসো না।২
তুমি বন্ধু অকারনে দুরে থেকে শুধু হাসো
চোখের আড়াল থেকে মিছে মিছে ভালবাসো।২
অভিমানে চুপি থাকো আর কেন শাসো না।
তুমি বন্ধু কেমন বন্ধু  কাছে কেন আসো না
ব্যথা দিয়ে দূরে থাকো আঁখিজলে ভাসো না।২
কেন বন্ধু কোন ছলে বালু চরে বাঁধো বাসা
এতো করি ডাকাডাকি দাও না তো ভালবাসা।
আকাশের রঙ নিয়ে তুলি ছাড়া ছবি আঁকো
চোখ দিয়ে কাছে ডাকো ইশারায় দূরে রাখো।২
কেন তুমি চীরদিনই কাছে মোর  থাকো না।
তুমি বন্ধু কেমন বন্ধু কাছে কেন আসো না
ব্যথা দিয়ে দূরে থাকো আঁখিজলে ভাসো না।২
(গীতি কবিতা)
স।২/৩৫