৷ গীতি কবিতা।


কোন বাগানের ফুল দিয়ে তোর মালা গাঁথি
কোন সোহাগের মন নিয়ে তোরে ভালবাসি।
জানি না কি করে এ মালায় তোরে বাঁধি।


কোন সাগরের ওপার থেকে অচীণ পাখি
মিষ্টি হেসে মন ভুলিয়ে দেয় যে ফাঁকি
কোন সাধনার আঁচল পেতে তোরে রাখি
জানি না সে আঁচল কি দিয়ে কোথায় আঁকি।


কোন পাথারের ওপার থেকে আপনা ভোলা
বীণ বাজিয়ে মন কাড়িয়ে দেয় যে দোলা
সেই বাঁশির সুরে মন যে আমার হয় উতলা
এ কালা বাঁশির সুরে কেমনে তোরে বাঁধি


কোন বাগানের ফুল দিয়ে তোর মালা গাঁথি
কোন সোহাগের মন নিয়ে তোরে ভালবাসি।
জানি না কি করে এ মালায় তোরে বাঁধি।

গীতি কবিতা
১/২৪