ভাবনাগুলো সাজিয়েছিলাম হয়তো হয়ে যাবে কবিতা
সুরে বাঁধলাম সেই কবিতা গীতি বুঝি হলো সবই তা।
দেখলাম সেই কবিতার বুকে নাই নন্দন ছন্দ
দেখলাম সেই কবিতার গতি হয়ে আছে যেন বন্ধ
গীতি রচনার সাধ কি আমার হবে কি শুধুই ছবিটা
ভাবনাগুলো সাজিয়েছিলাম হয়তো হয়ে যাবে কবিতা
সুরে বাঁধলাম সেই কবিতা গীতি বুঝি হলো সবই তা।
এখন আমার গীতি রচনার আর নাই কোন সাধ
বুঝলাম আমি গীতি সাধনাই হয়েছিল অপরাধ।
এখন আমার কবিতার পাতা হয়ে আছে যেন শূণ্য
ভাবনাবিহীন জীবনে আমার নাই কোন পাপ পূণ্য
কবিতাও নাই সঙ্গিতও নাই হলাম অপয়া কবিটা।
ভাবনাগুলো সাজিয়েছিলাম হয়তো হয়ে যাবে কবিতা
সুরে বাঁধলাম সেই কবিতা গীতি বুঝি হলো সবই তা।
(গীতি কবিতা)
১১।৮