যদি এই মন ভেঙ্গে যায়
নিরেট জৈববস্তুর আঘাতে
ভেঙ্গে টুকরো হয়ে যায়
অথবা চৌচির হয়ে যায়।
মাটির সাথে বন্ধুত্ব হয়
যদি প্রতিবিম্ব সৃষ্টি না হয়
অথবা অস্পষ্ট হয়ে যায়
প্রতিবিম্ব একাধিক হয়ে যায়
প্রতিবিম্ব হয়ে যায় অন্যকিছু
তখন আমার বিবেক সংকুচিত হবে
অসুস্থ হবে, বিকৃত হবে।
হে মালিক! আমার দর্পন স্বচ্ছ রাখিও
আমার প্রতিবিম্ব অবিকৃত রাখিও
আমাকে তুমি সহজ ও সরল রাখিও।
৫৩/৬