(বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লেখা
গীতি কবিতা)


আয় ছেলে আয় মেয়ে আয়রে তোরা স্কুলে
স্কুলইতো আমাদেরই বাড়ি
স্কুলেতে যাও যদি জ্ঞানে তোরা বড় হবি
আয়রে সবে আয়রে তাড়াতাড়ি।
স্কুলেতে লেখা শিখি স্কুলেতে পড়া শিখি
আরো শিখি খেলাধূলা কত
মানুষেরে ভালোবেসে চলতে শিখি সত্যন্যায়ে
এই আমাদের জীবনেরই ব্রত
আয় ছেলে আয় মেয়ে আয়রে তোরা স্কুলে
স্কুলইতো আমাদেরই বাড়ি
স্কুলেতে যাও যদি জ্ঞানে তোরা বড় হবি
আয়রে সবে আয়রে তাড়াতাড়ি।
আমরা সবাই ভাইবোন আমরা সবাই স্বজন
সারাটাক্ষণ মিলেমিশে থাকি
বড়দেরে মান্য করি ছোটদেরে স্নেহ করি
পড়ালেখায় দেইনা মোরা ফাঁকি।
আয় ছেলে আয় মেয়ে আয়রে তোরা স্কুলে
স্কুলইতো আমাদেরই বাড়ি
স্কুলেতে যাও যদি জ্ঞানে তোরা বড় হবি
আয়রে সবে আয়রে তাড়াতাড়ি।
আমাদেরই স্কুল সুগন্ধি এক রঙ্গিণ ফুল
আমরা সবাই এই ফুলেরই মালি
এই ফুলেরই সৌরভে বুকটা ভরে গৌরবে
আনন্দে আয় দেইরে করতালি।
আয় ছেলে আয় মেয়ে আয়রে তোরা স্কুলে
স্কুলইতো আমাদেরই বাড়ি
স্কুলেতে যাও যদি জ্ঞানে তোরা বড় হবি
আয়রে সবে আয়রে তাড়াতাড়ি।
আমরা সবাই ফুল হবো সকলেরে গন্ধ দেব
সৌরভে তাই মুগ্ধ সবাই হবে
আমরা সবাই আলো হবো অন্ধজনে আলো দেব
সেই আলোতে সত্য জেগে রবে।
আয় ছেলে আয় মেয়ে আয়রে তোরা স্কুলে
স্কুলইতো আমাদেরই বাড়ি
স্কুলেতে যাও যদি জ্ঞানে তোরা বড় হবি
আয়রে সবে আয়রে তাড়াতাড়ি।
স।১/১৩
(গীতি কবিতা)