বীরের দেশ


বীরের রক্ত থেকে অংকুরিত
স্বাধীন জন্মভূমি আমার এ দেশ
বীরের স্বপ্ন থেকে জন্ম নেয়া
অবাধ স্বপ্নভূমি শান্তি স্বদেশ।


বীরের হৃদয় থেকে উচ্চারিত
আমার বাংলা ভাষা সুধায় অশেষ।
বীরের চিন্তা থেকে জাগ্রত এই
অপার সম্ভবনা এশিয়ার দেশ।


বীরের কল্পনায় উৎসারিত
সবুজের ডালাখানি স্বপ্ন বিশেষ
বীরের সে চেতনায় চিত্রায়িত
ষষ্ট ঋতুর দেশ বাংলার দেশ।


বীরের কণ্ঠ থেকে বিচ্ছুরিত
উন্নত চেতনায় জাগ্রত দেশ
বীরের দীপ্ত চোখে অংকিত এই
চিরকাল ভাস্বর নন্দিত দেশ।


বীরের নন্দনে উদ্ভাসিত
শিল্পীর তুলিমাখা চারুময় দেশ
বীরের বন্ধনে ঐক্যভূমি
ষোল কোটি মানুষের শক্তি অশেষ।
ক।৫৫।১১


২৩.১২.২২
সকালঃ ৭.০০টা
রংপুর।