বাঁশি আজ কোন দুখে বোবা হলো হায়      
এতো করি সাধাসাধি সুর যে হারায়।
কোন ভুলে কি কারনে অভিমানে আজ
কোথায় হারালো সেই বাঁশির আওয়াজ
সুরের সাধনা বুঝি বৃথা হয়ে যায়
বাঁশি আজ কোন দুখে বোবা হলো হায়      
এতো করি সাধাসাধি সুর যে হারায়।
কি হবে এখন তবে কি হবে আমার
কখন বাঁজবে বাঁশি কবে যে আবার।
ভাবের আবেগে যদি ভুল হয়ে থাকে
ক্ষমা করো বাশি মোরে প্রেম যদি জাগে
অনুরাগী বাঁশি আজ বেদনা বাড়ায়।
বাঁশি আজ কোন দুখে বোবা হলো হায়      
এতো করি সাধাসাধি সুর যে হারায়।
স।৩।২১
গীতি কবিতা