তুমি আছো
এই হৃদয়জমিনের অমূর্ত পটভূমিতে
নন্দিত কোন সৌখিন শিল্পীর তুলির
মায়াবী আঁচরে আঁকা
শান্ত ছবির মতো।
আশ্চর্য্য স্বপ্নিল মোহণীয় দৃষ্টিভঙ্গি তোমার
অপলক দৃষ্টিতে তাঁকিয়ে থাকো
আমার মুখের দিকে,
মনের দিকে,
চোখের সাথে চোখের আজন্ম আঁখিবন্ধন।
অবাক বিষ্ময়ে আমি চেয়ে থাকি কেবল
তোমার মোহিণী মুখের স্বর্গীয় সুধামিশ্রিত
অনড় চিত্রাংকের দিকে।
কান পেতে থাকি খুব সন্তর্পনে
তোমার বাণি শোনার অপেক্ষায়
মনে হয় এক্ষুণি তুমি বলে উঠবে
,”ওভাবে তাঁকিয়ে আছো কেন বন্ধু
,ওভাবে তাঁকালে, আমি কথা না বলে কি
থাকতে পারি”?
স্পষ্ট দেখতে পাই তোমার মুচকি হাসীর রেখা,
অপাড় বিষ্ময়ে আমার দিকে তাঁকিয়ে আছো।
তোমার ছবির দিকে তাকালে মনে হয়
অভিমান, অনুযোগ, ভাললাগার অব্যক্ত
কথাগুলো বলে ফেলবে এক্ষুণি।
কিন্তু…।
আমার মননে তুমি জীবন্ত সত্বার মতো
জেগে ওঠো ধীরে ধীরে।
একটুখানি অন্যমনস্ক হলেই-
তুমি আবার অচল চিত্রের মধ্যে ডুবে যাও।
স্পষ্ট প্রতীজ্ঞায় আমি
কোন একদিন
নিমগ্ন দৃষ্টির দৈবিক ধ্যানে
তোমাকে আমি জাগিয়ে তুলব
আমার অস্তিত্বের শ্বেতপত্রে
অবচেতনায় ডুবন্ত বিস্মৃত বাণির সাগরে ডুব দিয়ে
তোমাকে আমি জাগিয়ে তুলবই
কোনদিন।


স।১/১৯