তোমার চোখে চোখ পরতেই
ও ভাবে তাকালে কেন
আমি তো শুধুই মুগ্ধ পথিক
তুমি ঐ বনে হরিণী যেন।
তোমার চোখের ঐ মায়া কাজলে
দেখলাম, আর তুমি অবাক হলে।
মনে মনে বললাম পথিকের জন্যে
একটি গোলাপ তুমি শুধুই এনো।
তোমার চোখে চোখ পরতেই
ওভাবে তাকালে কেন
আমি তো শুধুই মুগ্ধ পথিক
তুমি ঐ বনে হরিণী যেন।
আমার হৃদয় তুমি সুরভি হলে
ভড়ালে এ মনোভূমি বৃষ্টি জলে।
মনে মনে ভাবলাম হয়তো এখন তুমি
বলবে পথিক আজ উদাস কেনো।
তোমার চোখে চোখ পরতেই
ওভাবে তাকালে কেন
আমি তো শুধুই মুগ্ধ পথিক
তুমি ঐ বনে হরিণী যেন।
স।১১।১৪
গীতি কবিতা