(গীতি কবিতার আলোকে)


কোন ভূল পথে চলে গেছো বহুদূরে।
বন্ধু তোমার ঠিকানা অচিণপুরে।
বড় অভিমানে প্রেমের সূত্র ছিঁড়ে
বসে আছো একা তমসাবন্ধু ঘিরে।
ওখানে তোমার কে আছে হৃদয়পুরে
কে আছে তোমার স্বর্গস্বপ্নজুড়ে।
নকল অচেনা অজানা বন্ধু সাথে
অনল অনিলে দোহিত দিবস রাতে।
আলো নাই শুধু আলেয়ার লীলাখেলা
নকল হাসীর দহনে সারাটা বেলা।
রক্তলেখায় হৃদয়ের মৃত্তিকা
জ্বালিয়ে রেখেছো প্রীতির অনল শিখা।
নকল সুখের ভান করো কার বধু?
প্রমোদ প্রাসাদে প্রনয়ের লীলা মধু।
সকল প্রহরে দোসরের অভিনয়
সত্যপ্রেমের বিরহে জিগরে ক্ষয়।
দুজনে পুড়ছি পুড়ব জনমজুড়ে
দেখা হতে পারে স্বর্গস্বপ্নপুরে।
তোমার স্মৃতির কাননে আমার ফুল
প্রেয়সী যতনে রাখিও  হৃদয়মূল।


স।১/২৩