(ডাক দিও না যেন)


প্রভূ আমায় পরম মায়ায় যখন দিবে ডাক
তাঁহার প্রেমে সাড়া দিতে রইবো যে নির্বাক।
তোমরা তখন আমায় যেন ডাক দিও না ভুলে
কারন আমি রইবো তখন প্রভূর স্মরনকূলে।


তোমাদের ঐ মায়ার ডাকে অন্যমনা হলে
তোমাদের ঐ ভালবাসায় জীবনমনা হলে
প্রভূর ডাকে সাড়া দিতে যদি ভুলে যাই
প্রভূর ও প্রেম হারিয়ে গেলে সমস্ত হারাই।


তার চে‘ বরং তোমরা তখন গাইবে প্রভূর গান
যে গান শুনে প্রভূর প্রেমে জীবন হবে ম্লাণ।
জীবন মরন উভয়কূলের মধ্যখানে রবো
প্রভূর সাথে গভীর মায়ায় প্রেম গীতিকা কবো।


তাহার পরে শুয়ে রবো যখন প্রভুর কোলে
তখন যেন ডাক দিও না অশ্রু বাহির হলে।
তার চে’ বরং আমার তরে প্রভূর স্মরন নিও
স্মরনপটে ধীরে ধীরে আমায় ভুলে দিও।
স।১৪।২০ (দুপ)
২৯।৫।২৩ রাত: ৮.৫০
শরীফ আহমাদ।