দু'দিন পরে
আসব তোমার ঘরে
আসব তোমার জীর্ণ কুটির দ্বারে
নয়নন মেলে দেখব যে তোমারে।
আবার আমায় এমনি করে
হাতটি রেখো মাথার 'পরে
যতন করে চোখটি তোমার
রেখো চোখের কাছে
মলিন বসন মেলিয়ে দিয়ে
রাখবে শুধু কাছে।
আবার যদি এমনি করে
বিদায় বেলার অশ্রু ঝরে
তারই মাঝে অবসরে
বাঁধব সুখের ঘর
আবার আমি গড়ব ধুলে
সুখেরই বাসর।


   (যুগল চোখ)