এখনো পথিক দিশেহারা পথে হৃদয় টালমাটাল
বুকের জমিন ক্ষতবিক্ষত রক্ত জবার লাল।
এখনো আকাশ কালিমাখা মুখ বেদনায় থাকে ম্লাণ
এখনো নিরীহ মানুষের লাশে দোয়া করে শয়তান।
চন্দ্র ছোঁয়ানো অট্রালিকার দারুণ অহংকার
পায়ের তলার ছিন্নমূলের ডাল রুটি কারবার।
রাজায় রাজায় এখনো অনেক বেজায় রয়েছে ক্রুদ্ধ
পিলেটা ভিষণ চমকিয়ে ওঠে কখন লাগে যে যুদ্ধ!
মানবিকতার গলার উপরে ছুরি শাণ দিয়ে যাচ্ছে
দানবেরা তাই দারুণ লাফায় ভিষণ খুশিটা পাচ্ছে।
কি হবে তখন রাজা আর রাজা লেগে যদি যায় যুদ্ধ
উলুখড়গুলো মরবে তখন ওদের গোষ্ঠিসুদ্ধ।
এখনো অনেক সময় রয়েছে সভ্যতা যদি চাও
সভ্য লোকেরা এগিয়েই আসো মানবতারে বাঁচাও।