নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি শুধুই
একবার নয়, দুইবার নয়, বহুবার, বহুশতবার।
যেমন গুছিয়ে রাখে নববধূ তার সংসার
যেমন সাজিয়ে রাখে তার সমস্ত আসবাব।


সাজিয়ে রাখে সে তার সমস্ত প্রেম, অভিমান
সাজিয়ে রাখে সে তার স্বামী ও সন্তান।
সাজিয়ে রাখে সে তার শুপারি ও পান
সাজিয়ে রাখে সে তার লবন, হলুদ আর
বাটি মসলার।


তেমনি আমার অবুঝ কল্পনাগুলো সব
অবোধ্য স্বপ্নগুলো সব
অপরিনমিত চিন্তাগুলো সব
অবুঝ বালকের মতো ভাবনাগুলো সব
গুছিয়ে রাখতে যাই সমস্ত কিছুই।


তবুও হয়ে যাচ্ছি এলোমেলো
মনের অজান্তেই হয়ে যাচ্ছি অগোছালো আমি
বাউল যেমন এলোমেলো চিন্তার বাতাসে
হয়ে যায় উদাস
অবাধ্য বাতাসের উন্মত্ত আঘাতে
কিশোরীর খোঁপার চুল এলোমেলো হয়ে যায় যেমন
তেমনি আমি এক এলোমেলো বাউল
নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা  তবুও বারবার।


ক।৫৫/৩৬