বনে বনে ফুটিল কি দারুণ ফুল।২
সেই ফুল ঝরিল২ কেঁদে হই আকুল২।
এ ফুলের রূপ তবু দেখিলো না কেউ
এ ফুলের সৌরভ বুঝিলো না কেউ।২
অরূপ স্বরূপ তাই সব হলো ভুল।
বনে বনে ফুটিল কি দারুণ ফুল।২
সেই ফুল ঝরিল২ কেঁদে হই আকুল২।
এ দারুণ দুঃখ যে কোথায় রাখি
কোন সুরপটভূমে গীতালি আঁকি।
চোখের আড়ালে থাকে হাজারো কলি
এই ব্যথা এই মায়াকথা কারে যে বলি।
প্রেমিকেরা আসেনাতো ফুল তুলিতে
কেমনে পারিবো এই শোক ভুলিতে।
ফুলের মরন গীতে থাকি মশগুল
বনে বনে ফুটিল কি দারুণ ফুল।২
সেই ফুল ঝরিল২ কেঁদে হই আকুল২।
(স।১।১৮ দুপ-৮.২৮ স.)
গীতিকবিতা