(গীতি কবিতা)


এই যে ফাগুণে যায় সে চলে যায়
যায় সে দুরে যায় কোন সে অজানায়।
দুরের বনেতে ফুল কি ফুটেছে
ফুলের কলিরা ধূলায় লুটেছে।২
দাগ যে লেগেছে ফুলের কলিজায়
এই যে ফাগুণে যায় সে চলে যায়
যায় সে দুরে যায় কোন সে অজানায়।
এই যে কোকিলা হৃদয় যার আকুল
কিসের বেদনায় গানে  মশগুল
সুরের কুহুতানে বিরহেরই দাগ
চোখের জলে মেশে হৃদয় রক্তরাগ।২
ফুল  ফাগুণে তাই বিরহেরই জয়।
এই যে ফাগুণে যায় সে চলে যায়
যায় সে দুরে যায় কোন সে অজানায়।


(গীতি কবিতা)
স।২/২৩