নিজকে যারা জানতে পারে না
মনকে যারা মানতে পারে না।
চোখের আলোয় দেখতে পারে না
দীক্ষা নিয়ে শিখতে পারে না।


আশার আলোয় খেলতে পারে না
শয়তানেরে ফেলতে পারে না।
দুষ্টজনে শাসতে জানে না
সর্বে ভালোবাসতে জানে না।


সহজ পথে চলতে পারে না
বুকের কথা বলতে পারে না।
সত্যকথা খুঁজতে পারে না
তত্বকথা বুঝতে পারে না।


কর্মপথে চলতে জানে না
কাম্যকথা বলতে জানে না।
অন্যায়েতে মুখটা খোলে না
প্রতিবাতে চোখটা তোলে না।


পরের হাসি সহ্য করে না
নরের দুখে দুঃখ করে না।
দেশের জয়ে বুকটা ফোলে না
দশের সুখে সুখটা তোলে না।


জ্ঞানের কথা খুঁজতে জানে না
মান্যজনে বুঝতে জানে না।
সত্য পথে টানতে জানে না
ধর্মকথা জানতে জানে না


"সৃষ্টি" তবু স্রষ্টা জানে না
দৃষ্টি আছে দ্রষ্টা মানে না।
মূর্খ তাদের তাইতো বলা যায়
"জ্ঞানের পাপী " তাইতো তারা হায়!


ক।৫৫।৩৭