ফন্দি ফিকির যতই করো না বন্ধু
অথবা বিশেষ ধরনের সূক্ষ্ ছলচাতুরি
অথবা আত্নরক্ষার অতিআধুনিক কায়দা কৌশল
কোনই লাভ হইবে না।
ধরা তোমাকে পড়িতেই হইবে।
সীমাহীণ মুক্ত গগণে বাতাসের গায়ে ভর দিয়া পাখনা মেলিয়া লেজওয়ালা ঘুড়ির মতো
ভালই নাচানাচি করিতেছো
রসিয়া পবনে হরেক রঙ্গে অনেক ঢঙ্গে ঘুরিয়া ঘুরিয়া
ভিষণ ভাব দেখাইতেছো।
মনে মনে ভাবিতেছো
কি মজায় দিন যাইতেছে আহা!
একবারো ভাবিতেছো কি
তোমার বুকের গ্রন্থিতে জীবনের সূতা বাঁধা আছে লাটাইএর সাথে।
সে লাটাইএর মালিকানা অন্যকারো হাতে
লাটাইএ টান পড়িলেই ফিরিয়া আসিতে হইবে
তাহার কাছে।
পার পাওয়ার কোন উপায় নাই বন্ধু
ধরা তোমাকে পড়তেই হইবে
ওরে মন, আজ অথবা কাল
ধরা তোমাকে পড়িতেই হইবে।


৪৬/২৬