(গীতি কবিতা)
তুমি আসো, কাছে বসো সেই কথাটুকু বলে যাও
চুপিসারে কিছু হাসো আর ব্যথা নিয়ে জ্বলে যাও।২
যদি নাই বলো কোন কথা ক্ষতি নেই
সব ব্যথা সয়ে যাবো আমি নিরবেই।
শুধু চোখের পানে হেসে প্রেম রেখে যাও।
তুমি আসো, কাছে বসো সেই কথাটুকু বলে যাও
চুপিসারে কিছু হাসো আর ব্যথা নিয়ে জ্বলে যাও।
কত কথা বলে যাও কিছু না বলে
ভালবাসা আনো শুধু মায়াবী ছলে
যদি চিরতরে ফিরে যাও ভূলটা বুঝেই
মায়াসূতো ছিড়ে ফেলো দোষটা খুঁজেই
কাগজের প্রেমতরি সাগরে ভাসাও।
তুমি আসো, কাছে বসো সেই কথাটুকু বলে যাও
চুপিসারে কিছু হাসো আর ব্যথা নিয়ে জ্বলে যাও।


গীতি কবিতা।
স।২/৩৩