আজ আমি কথা বলবো।
অনেক অনেক কথা বলবো।
কথার ভারে ভারি হয়ে উঠবে আকাশ।
মেঘবালারা সব পথ ভুলে থমকে দাঁড়াবে।
বন বনাঞ্চলের বৃক্ষসমূহের শাখাপ্রশাখারা
নিমেষেই দুলে উঠবে সব।
বনের পাখিরা গান ভুলে চমকে তাকাবে।
এতদিন আমি শুধু চুপ করে তাকিয়ে দেখলাম।
গভীর মনোযোগ দিয়ে দেখলাম মানুষের আকৃতি।
দেখলাম মুখভঙ্গি,মুখাভিনয়,মুখোশ।
মানুষের ভিতরে লুকিয়ে থাকা সেই
আরেকটি মানুষকে দেখলাম।
এতোদিন আমি কোন কথাই বলিনি।
তাই ওরা ভেবেছে আমি কিছুই জানিনা।
কিছুই বুঝিনা।
ওরা ভেবেছে আমি এক মেরুদণ্ডবিহীন লোক।
তাই ওরা আমাকে পুতুলের মতো বসিয়ে রেখেছে।
না, কিছুতেই তা হতে পারে না।
আমি আর বসে থাকবো না।
আমি আর মেরুদণ্ডহীন থাকবো না।
আমি বলবো,আমি অনেক কথা বলবো
আমি বলতেই থাকবো।
এখন থেকে আমার কথা বলা শুরু।
সুতরাং, সাবধান।


ক।৪৫।৩৩
২৭।৫।২৩