আজ কেন মনে হয় কেউ যেন ছিল জীবনে
আজ কেন মনে হয় একজন ছিল এই মনে।
কেউ যেন একজন মৃদু হেসে কথা বলতো
কেউ যেন ভালোবেসে সম্মুখে পথ চলতো।
এতো দিনে বুঝি নাই কোন ব্যথা ছিল তার মনে
আজ কেন মনে হয় কেউ যেন ছিল জীবনে
আজ কেন মনে হয় একজন ছিল এই মনে।
দেখা নাই দেখা নাই আজ তার চৈত্র দিনে
মরুময় মনে হয় চারিদিক তাহারে বিনে।
কোনদিকে খুঁজি তারে কোনখানে পাবো তার দেখা
কোন পথে আছে তার বিদায়ের চিহ্ন লেখা।
কোনদিন দেখা হলে কোন আঁখিজলে লইবো চিনে।
আজ কেন মনে হয় কেউ যেন ছিল জীবনে
আজ কেন মনে হয় একজন ছিল এই মনে।
১১।৩৩
গীতিকবিতা। ১৩।৫।২৩