ক্ষমা কর প্রভূ আমার অপরাধ
ভূলের কালিতে ভরা জীবনের খাতা
পাতায় পাতায় বিষাদ।
ক্ষমা কর প্রভূ আমার অপরাধ।
তোমার সামনে এসে ক্ষমা চাই কেমনে
লজ্বাতে মরে যাই আমি
তোমার ভক্তি গাই কথা, সুর জানা নাই
অপরাধি এই শুধু জানি।
জীবন ফুরায়ে যায় নেমে আসে বড় অবসাদ।
ক্ষমা কর প্রভূ আমার অপরাধ।
কোন পথে চলি আর কোন পথে ফিরে যাই
ঠিকানাতো আজ মনে নাই
শুধু জানি যেতে হবে বহুদূর পথে
পথের সারথী কোথা পাই।
দুই চোখে আলো নাই কালোয় দেখি যে প্রমাদ।
ক্ষমা কর প্রভূ আমার অপরাধ।
ভূলের কালিতে ভরা জীবনের খাতা
পাতায় পাতায় বিষাদ।
ক্ষমা কর প্রভূ আমার অপরাধ।


স।৪।১৮।      ও।১৩/১১/১৭
                                     (সঙ্গিতে রূপায়িত)