আমি আজ কোনকিছু লিখে যেতে চাই
আমি আজ অন্যকিছু লিখে যেতে চাই
আজ আমি ভিন্নরকম কিছু লিখে রাখতে চাই।
যে কথা কেউ কোন দিন লেখে নি
যে কথা কেউ কোনদিন ভাবেও নি।
এ লেখা নয় কোন কবিতা
এ লেখা নয় কোন জীবনের গল্প
এ লেখা কোন প্রবন্ধ নয়
উপন্যাসও নয় কিন্তু।
নয় কোন মহাকাব্য, নয় কোন ধর্মীয় দীক্ষা।
আসলে এই লেখাটা হবে অন্যরকম কিছু।
পাঠকের মন শিহরিত হবে
হৃদয় বিগলিত হবে।
চেতনা হবে সূর্যের মতো জাগ্রত।
আর চোখ থেকে
টপটপ করে গড়িয়ে পরবে লবনাক্ত জল।
এই লেখাগুলো এমন হবে
যেগুলো গল্পের মতো ছড়িয়ে পরবে সমাজের কানায় কানায়।
সুধাবাক্যের মতো উচ্চারিত হবে মানুষের মুখে মুখে।
আর একটুও দেরি নয়
আমি এখনই লিখতে থাকবো সেই কথা।
কিন্তু কি লিখবো?
কিভাবে লিখবো?
কোথায় পাবো সেই মহাবাক্য?
এতক্ষণ পাঠকের সাথে যে প্রতিশ্রুতি দিলাম
তার কি হবে?
তারা যদি অভিযোগ করে।
বিবেকরাজ্যের রাজাধিরাজের কাছে কোন মামলা করে
যদি আমার নামে কোন হুলিয়া হয়
যদি আমি ধৃত হই আইনের কাছে
যদি শৃঙ্খলিত হই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে।
প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে।
যদি আমাকে বিবেকের সু-উচ্চ কারাগারে
অবরুদ্ধ করে রাখা হয় আজন্ম কাল।
তখন কি হবে আমার?
আমি কি বাকরুদ্ধ হয়ে যাবো?
আমার কলম কি স্তব্ধ হয়ে যাবে?
কিন্তু আমার ইচ্ছার তো কোন কমতি ছিল না।
আমি তো লিখতেই চাই সেই রকম কিছু কথা।
আমার পাঠক কি বুঝবে আমার আকুতি?
হে আমার প্রিয় পাঠকবৃন্দ
আমাকে তোমরা ক্ষমা করো।
ক।৬০।০৮ (দুপ-৬।৬।২৩)
কাল-৬.৩০ পূর্বাহ্ন