কি এমন কথা যাহা বলা হলো না
বলি বলি করা হলো হলো ছলনা।    
কি এমন কথা যাহা বলা হলো না।
যখন আঁধার এলো এলো সেই ব্যথা নিরবতা
মনে মনে ভাবলাম এইবার হবে সেই কথা
দুই কান পেতে আছি তবু তো কথা এলো না।
কি এমন কথা যাহা বলা হলো না
বলি বলি করা হলো হলো ছলনা।    
কি এমন কথা যাহা বলা হলো না।
তারপর কিছু কথা বলা হয়ে গেলো
যে কথার মানে নাই শুধু এলো মেলো
সেই কথা না বলেই ধীর পায়ে চললে যখন
আমিও অবাক হয়ে তাকালাম বোকার মতন।
এই কালো পোড়া মুখে সেই কথা কেনো এলো না।
কি এমন কথা যাহা বলা হলো না
বলি বলি করা হলো হলো ছলনা।    
কি এমন কথা যাহা বলা হলো না।
গীতি কবিতা
১১।৪