আমি কিন্তু কবি এক পারলে ঠেকাও
আমি যে কবিই নই যুক্তি দেখাও।
তোমার যা কিছু আছে আমারো আছে
আমি কি দেখাবো তা জনতা সকাশে?


হয়তোবা আমি লিখি মাঝেমধ্যে "কবি"
এ আমার দোষ নয় স্বভাবের ছবি।
লেখণির মানদণ্ডে ছোট আমি জানি
তবে যে শূণ্য নই সেটা কিন্ত মানি।


নিজ নামে দিচ্ছে যারা কবি পরিচয়
কবিতা লিখেনা সে কি? শোন মহাশয়।
শিল্পের বিচারে তার কবিতার মান
সে কিন্তু পাবে না শুধু শূন্য অবস্থান।


হয়তোবা এক দুই শূন্যদশমিক
কবি পরিচয় তবু ইচ্ছে হলে দিক।
তাতে কেন তোমাদের মাথাব্যথা হয়
এ আমার নয় কিন্তু চিন্তার বিষয়।


যারা দেয় নিজ নামে বংশ পরিচয়
সমাজ নিয়মে তাতে সে কি দোষী হয়?
চৌদ্দ পুরুষ আগে আছিল প্রধান
বংশ লিখিলে তাতে কমে কারো মান?


ফেরিওয়ালা ফেরি করে অলিতে গলিতে
সংশয় কি আছে তারে ব্যবসায়ী বলিতে?
কবিতার মান যদি তুচ্ছ কারো হয়
বেশিদিন টিকবে না "কবি পরিচয়"।


ক।৫৬/২৪