খুব সন্তর্পণে হেটে চলে যাও
কবি নিশ্চুপ দাড়িয়ে আছে এক প্রান্তরের পথে।
এখানে পিনপতন নীরবতা।
তোমরা সে নীরবতা ভেঙ্গে ফেলো না।
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীর মতো
কবি একটা জগৎ নির্মান করছে।
একটা শিল্পীত, শান্তির জগৎ।
এ জগতের মধ্যে অনেকগুলো দেশ আছে।
দেশের মধ্যে কেউ ছোট, কেউ বড়।
তবে নাই কোন অবহেলা, আধিপত্য।
বড়দের নিয়ে ছোটদের নাই কোন আতঙ্ক।
এখানে নাই কোন দেশ দঘলের ভয়।
নাই কোন হাইড্রোজেন, পারমানবিক বোমার ভয়।
নাই জীবাণু অস্ত্রের ভয়।
এখানে নাই ভয়াবহ মৃত্যুর ভয়।
এখানে আছে, প্রেম, ভালবাসা, অনুরাগ।
এখানে আছে শান্তি, শান্তি আর শান্তি।
কবিকে সে জগত নির্মান করতে দাও
কবির জগতে সভ্যতা বেঁচে থাক অগণিতকাল।
৫৩/২৯