কবিতা আমার জীবনের সাথী, সাতনড়ি হার
কবিতা আমার হৃদয়ের অহংকার।
কবিতা আমার গভীর রাতের অন্ধকারের পিদিম
কবিতা আমার  দুর্যোগপূর্ণ ঝড়ের নিশীথে একটা সাইক্লোন সেন্টার।
কবিতা আমার মন খারাপ করা কোন বিকেলে প্রশান্তির বৃষ্টিজল।
কবিতা আমার নির্জন প্রান্তরের পথে সময় কাটানোর এক পরম বন্ধু।
কবিতা আমার সিমীত জীবনের অসীম আনন্দের উৎস।
কবিতা আমার চেতনার সূর্যসন্তান।
কবিতা আমার অপূর্ণ জীবনের পরিপূর্ণতা।
কবিতা আমার শ্বাশত কালের উদ্দীপণার ফসল।
কবিতা আমার পীড়িত জীবনের শীর্ণ শয্যার পাশে মমতাময়ী মা অথবা প্রিয়তমার মতো।
কবিতা আমার অসহিষ্ঞু পৃথিবীর দ্বিধাগ্রস্থ মানচিত্রের পটে অভিন্ন মানবতার দিশারি।
কবিতা তুমি শুদ্ধ হও, ললিত হও,
উজ্জীবিত হও, শাণিত হও,
ছায়াদানকারী বটবৃক্ষের মতো হও,
পর্বতের মতো অটল হও।
আমি তোমাকে কুর্নিশ করি কবিতা।
তুমি নিপীড়িত মানুষের সাহসের উৎস।
দিশেহারা পথিকের পথের চিহ্ন।
কবিতা তুমি বেঁচে থাকো শ্বাশ্বতকাল।


১৮/১৫


১৪.৫.১৯