ক‌বিতা হয় না


কত সাধ ছিল মনের মতন লিখব একটি কবিতা
কেমনে যে হবে এমন কবিতা লেখা
কোথায় মিলবে সেই কবিতার দেখা
আজকে আমার বৃথা বুঝি হয় সবি তা!
বুঝতে পারি না লিখতে পারি না ভাল
অন্ধ এ মনে কোথায় মিলবে আলো?
মনের মধ্যে আলো নাই কিছু কবিতা কেমনে হবে
তবে কি আমার স্বপ্নশিশুরা অন্ধকারেই রবে?
দিন চলে যায়, মাস চলে যায়, প‌রে‌ছি  এ কোন ফাঁ‌দে?
স্বপ্নশিশুরা ঘরের দুয়ারে চৌকাঠে বসে কাঁদে।
স্বপ্নশিশুরা সাঁতার জানে না অকুল সাগরে ভাসে
স্বপ্ন‌শিশুরা যু‌ক্তি মা‌নে না উল্টো আমা‌রে শা‌সে?
কবিতা লেখার দুঃসাহসের রাজপথে কি সে যা‌বো?
ভিক্ষুক আমি ভূল করে আর রাজকোষ কি সে পা‌বো?
কবিতার পাতা কাঁদছে ভিষণ আলো কই? আলো কই?
কবিতা হয় না, লজ্বায়,ভয়ে, ঘরের কোনা‌তে রই।