কবিতা তোমাকে আমি ভালবাসি
শুক্লা একাদশী মেঘভেজা চাদের মতো
কৃষ্ঞ্পক্ষ আকাশের অগণিত তারকাখচিত নিমগ্ন আকাশের মতো।
মমতাময়ী মায়ের অংকশোভিত  নিস্পাপ হাসীমিশ্রিত শিশুটির মতো।
তোমাকে আমি ভালবাসী কবিতা
শরতের শুভ্র মেঘমালার মতো
নদীতীরবর্তী অনিলশিহরীত দোলায়মান নরম পেলব কাশফুলের মতো।
মায়ের মুখের নির্মল মধুর হাসীর মতো।
আমি তোমাকে ভালবাসী কবিতা
হেমন্তের ধানকাটা হলদে মাঠের মতো
গ্রাম্য বধুর নরম হাতের ছোঁয়ায় নির্মিত মনোহারিণী পিঠার মতো।
উনুনের ধোঁয়ায় ইষদারক্ত লাজনম্র বধুর চোখের চাহণির মতো।
পল্লী কিশোরীর অবাধ্য বাতাসে আংশিক এলায়িত দিগভ্রান্ত ক্ষুন্ন কৃষ্ঞবর্ণ চুলের মতো।
প্রোষিতভোতৃকা বিরহকাতর উন্মনা বধুর দীর্ঘশ্বাসের মতো।


৪৬.৬.
১৭.৫.১৯