আমাকে দেখাও পথ কোন দিকে যাবো?
মানিক যে পেতে চাই কোথায় তা পাবো?
কোন দিকে গেলে আমি স্বতসিদ্ধ হবো?
প্রভূর চরণ চাই কোন পথে রবো?


কোন বাক্যসুধা পেলে ধন্য আমি হবো?
কোন সত্য বুকে পেলে সাধনায় রবো?
কোন জ্ঞানে ধর্ম মেলে কোথায় তা রয়?
কোন তত্ত্বে সত্বা মেলে অসীম তা হয়?


কোন ভবে আল্লাহ আছে, কোথায় সে নাই?
সঠিক জবাব আমি কার কাছে পাই?
কোন পথে প্রেমতত্ত্বে মত্ত আমি হই?
কোন রথে ভ্রাম্য হলে সুধামত্ত রই?


আমাকে শেখাও বুলি শুদ্ধ উচ্চারণ
পবিত্র প্রাঞ্জল ধ্বণি ঋদ্ধ মনন।
স্বর্গসুধা প্রেমবারতা অশেষ গনন
কোথায় তা পাবো আমি? বলো তা স্বজন।


ক।৫৬/২৫