হে চীর জাগর বিশ্বজগৎকর্তা
বাণী দাও বাণী দাও
শুষ্ক নিরেট কলমের ঠোঁট খানি
শুধার কালিতে এবার ভাসায়ে নাও।


এবারে আমার কলমের বুক খানি
শুদ্ধ আলোয় ভরে দাও
এবারে আমার কলমের চোখ খানি
জ্ঞানেই ঋদ্ধ করে নাও।


আমার কলমে মুক্ত চিন্তা আনো
আমার কলমে শিক্ষা শক্তি দানো।
আমার কলম বুদ্ধি দীপ্ত হয়ে থাক
আমার কলম যুক্তিনিষ্ঠ হয়ে যাক।


এখন আমার কলমের পথ চলা
সহজ সরল করো।
এখন আমার কলমের কথা বলা
শুভনন্দনে ভরো।


কলম আমার কর্মে অটল হোক
কলম আমার লৌহ বর্ম হোক।
কলম আমার ধর্মে শুভ্র হোক
কলম আমার শান্তি সৈন্য হোক।


এ কলম যেন মানুষের কথা বলে
এ কলম যেন গরীবের কথা বলে।
এ কলম যেন সাম্যের কথা বলে
এ কলম যেন মুক্তির কথা বলে।


এই কলমের হৃদয়ে আসুক ঝড়
এই কলমের জমিনে বন্যা হোক।
নষ্ট, বর্জ্য ভেসে যাক সুদূরে
আলোয় ভরুক এই মঙ্গললোক।


কলম আমার সত্যের কথা বলো
কলম আমার শিল্পের কথা বলো।
কলম আমার শান্তির কথা বলো
কলম আমার প্রগতির কথা বলো।


এ কলমে যেন ইতিহাস কথা কয়
এ কলমে যেন বীরের জীবনী রয়।
এ কলম যেন মহামানবের হয়
এ কলম যেন মনিষীর হয়ে রয়।


কলমে আসুক উন্নত মানবতা
কলমে আসুক বিজ্ঞান কথকতা।
কলমে আসুক শ্রমিকের যতো কথা
কলমে আসুক কৃষকের রূপকথা।


এবার আমার কলম শাণিত হোক
এবার আমার কলম প্রাণিত হোক।
কলম আমার ভূলে যাক যতো শোক
সত্য কলম চীর নন্দিত হোক।


হে চীর মালিক সর্বজগৎ কর্তা
আমার কলম বজ্রশক্তি করো।
কলম যদিও পথচলা ভূল করে
আমার কলম জ্ঞানের মশালে ভরো।


আমার কলম ভূল পথে গেলে পরে
কলমের কায়া তীর্থ আলোয় গড়ো।


ক।৫৫/২৭