আমি আর লিখবো না নিদারুণ কবিতা
আমি আর আঁকবো না শিল্পের ছবিটা।
আমি আর ভাববো না সঙ্গিত গীতিটা
চিন্তায় তুলবো না সে অমর প্রীতিটা।


আমি আর সাধবো না গীতিময় সুরটা
আমি আর বাঁধবো না সৃষ্টি অসুরটা।
আমি আর করবো না মুক্তির চিন্তা
হেসে খেলে কেটে যাক এই সব দিনটা।


আমি আর জড়াবো না বৈরাগী সাধনায়
বাঁধবো না নিজেরই বাক্যের বাঁধোনায়।
জাগবো না আমি আর হ্যামেলিন বাঁশিটায়
হাসবো না কোনদিন শিল্পীর হাসিটায়।


আমি আর লড়বো না অসাধুর কর্মে
আমি আর সাঁজবো না কলমের বর্মে।
বাঁজবো না আমি আর শিল্পের বাঁজনায়
আমি কি মানুষ নই? আমার কি কাজ নাই?


তবে আরো কোনোদিন আবার আসতে পারে ঝড়
কোনোদিন ঝড় এসে আবার ভাঙতে পারে ঘর।
সেইদিন হতে পারি ভয়ানক ঝটিকার সঙ্গি
সেইদিনে দেখিবেন আমার আসল নটভঙ্গি।


২১.১২.২২
৬.৩০
দুপচাঁচিয়া।