আমি ঘুমিয়েছিলাম।
মহাকালের শীতলিত শান্তির বিছানায়।
অনাদিকাল থেকে লিলায়িত স্বপ্নে বিভোর ছিলাম।
অগণিত স্বপ্নের কোমল বালিশে মাথা রেখে
অবচেতনে বসবাস করেছিলাম কোটি কোটি বৎসর।
কে আমার পরম সুখের ললিত নিদ্রা ভেঙ্গে দিল!
কে আমাকে অপূর্ব নন্দিত শান্তিনিবাস থেকে টেনে নিয়ে এলো।
আমাকে ফেলে দিয়ে গেলো এই কণ্টকিত জনপদে
জনাকীর্ণ কোলাহলের উন্মুক্ত উদরে
অসংখ্য নাগিণীর বিষবিশ্রিত তাপিত নিঃশ্বাসের মধ্যে
হৃদয়হীণ দাবদাহের মধ্যে
কণ্টকবৃক্ষের বিস্তৃত কান্তারের মধ্যে।
আমি জেগে দেখি শুধু সমরাস্ত্রের বিষম কারবার।
অবাক বিষ্ময়ে তাকিয়ে থাকি আমি
দেখি
ভালবাসার একি মহামারি!
জাতিগত মিথ্যে অহংকারের বিষবৃক্ষ৷
গগণবিদীর্ণকারি চিৎকার।
হিংসা আর হিংস্রতার উন্মুক্ত বাজার
মানুষের মুখোশের অন্তরালে অমানষিক কারবার।
আজ
মহানিদ্রা থেকে এই অশ্রুনিবাস।
৫০/২৯