আজ আবার শুনলাম তুমি নাকি মন নিয়ে
শুধু খেলা করো
খেলা শেষে হেসে হেসে নিজ রূপে ফিরে এসে
আর মন ধরো।
আসলে তোমার এই মনভোলা হাসীটাই
বড়ো মূলধন
হাসীতেই মন কাড়ো খেলা শেষে ফের ছাড়ো
করো প্রহসন।
মায়াবী ছলনাময়ী ও মুখের হাসি যেন
জাদুর স্বরূপ
চারুময়ী ও মুখের কারুকাজ যেন ঐ
চাঁদিমার রুপ।
এমন মুখের ভাঁজে মোনালিসাময় হাসী
প্রেম নয় ফাঁদ
মন কেঁড়ে ছুড়ে ফেলে হেসে হেসে করে যাও
ছলনা আবাদ।
স।১৫।২২ সোনা।রা-১১.৩০
১৫।৬।২৩