আমার মনের অন্ধ গলির চোরা পথ ধরে ধরে
কখন এসে যে বেঁধেছো আমায় অন্ধ প্রেমের ডোরে
দুই চোখ মেলে দেখতে চেয়েছি কে এলো আমার ঘরে
দেখতে পাই না শুনতে পাই না পরেছি এ কোন ঘোরে।
কেউ যেন এসে বসে আছে এই হৃদয় সিংহাসনে
বসে থাকে শুধু বলে না তো কিছু চেয়ে থাকে দু'নয়নে।
বলে না সে কিছু ইশারায় কি যে বলে আমি বুঝি না
কি যে অপরূপ অরূপের ছবি কিছু তার খুঁজি না।
কখন বা সে যে এক মনে কেন অকারনে শুধু হাসে
কখনও দেখি দুই চোখে তার গঙ্গা, যমুনা ভাসে।
অন্ধ গলির কোন চোরা পথে এলো সে আমার দ্বারে
কোন পথহীণ এলো মেলো পথে ডেকে যায় বারে বারে।
এতো নয় প্রেম, বুঝিবা কুহক, নয়তো কেবলি মায়া
কায়া নাই তার এ কোন বিচার হৃদয়ে তবুও ছায়া।
তুমি থাকো মেয়ে আমার হৃদয় গহীণ বিজন ঘরে
স্বপনের মতো ধীর, প্রশান্ত, মুখখানা নত করে।
আমার দু'চোখে চোখ রাখো ধীরে ভাষাহীণ করো মুখ
তোমার হৃদয়ে ঢেকে রাখো আজ সকল দুঃখ,সুখ।
১১/৯