একটি অন্ধকার নিমগ্ন রাত
ভিষণ গভীর আর গম্ভীর।
অমাবশ্যার চেয়েও বেশি কালো রঙ তার।
ধানমন্ডির ৩২ নম্বর এর একটি শান্তি নিবাস
সেখানে ছিল কতিপয় আদম সন্তানের নিশ্চিন্ত বসবাস।
অন্য রাতের মতো সে রাতেও ছিল গভীর নিদ্রামগ্ন
হয়তো বা কেউ কেউ ছিল স্বপ্নমগ্ন।
স্বপ্নের ওপারে কয়েকমূহুর্তের ব্যবধানে দাড়িয়ে আছে
ভয়ঙ্কর কালো মৃত্যু।
স্বপ্নমগ্ন শান্ত জীবেরা তখনো জানে না কেউ
মৃত্যুপ্রহর তাদের অপেক্ষায়।
তারপর
ভারি মেশিনগানের ভয়ঙ্কর গর্জন
ধানমন্ডির সেই শান্তিনিবাসে
কতিপয় ভারি বুটের দুপদাপ আওয়াজ।
আর্তনাদ, চিৎকার, আহাজারি,
নিষ্পাপ  শিশুর মর্মভেদি কান্নার আওয়াজ
বঙ্গবন্ধুর শ্বাশ্বত দরাজ কণ্ঠস্বর।
তারপর
স্বাধিনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ধরাশায়ী জীবনহীণ দেহখানা
শান্তিনিবাসের সিঁড়িতে পরে থাকা
রক্তের করুণ স্রোতধারা
কতিপয় নৃশংস খুনির আস্ফালণ।
ভয়ার্ত কিছু কাকের কা কা রব।
আকাশে উড়ন্ত শকুনের নগ্নদৃষ্টি।
তারপর
ইতিহাসের পাতায় জন্ম হলো
একটি নতুন কালো অধ্যায়।
৫০/৭