আমাকে মুছে দেয়ার পূর্বেই
তোমাদের ভাবা উচিৎ ছিল
ওখানে না আছি আমি,
না আছে আমার কোন উত্তরাধিকার।
না আছে আমার কোন সতীর্থ বান্ধব।
আমাকে মুছে দেয়ার তবে এতো পায়তারা কিসের।
এখানে আমি কোন রাজ্য দখল করতে এসেছি?
নাকি আমি সাম্রাজ্য স্থাপন করতে চেয়েছি?
তবে আমাকে নিয়ে কিসের এতো আশংকা।
আমি যতটুকু ছিলাম ততটুকুই আছি
ভবিশ্যতেও হয়তো ততটুকুই থাকবো
তবে আমাকে নিয়ে এতো জল্পনা কিসের
দয়া করে বন্ধুরা
আমাকে আমার মতো থাকতে দাও।
নইলে আমি সত্যি চলে যাবো একদিন।
তখন হয়তো অগুনতি অষ্টপ্রহর খুজলেও
আমাকে পাবে না।
কষ্ট করে হোক বা দয়া করে হোক
কথাটা মনে রেখো।
৫৩/৩