না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
আমি তবু বসে রবো তোমারই আশায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।
না হয় না এলে তুমি হাতে নিয়ে ফুল
দিও তবু  জীবনের যতো ছিল ভূল
সে ভূলের ডালি দিয়ে
সাজিয়ে রাখবো আমি এই মনটায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
আমি তবু বসে রবো তোমারই আশায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।
না হয় না দিলে তুমি এতটুকু প্রেম
জেনে নিও তবু আমি তোমারই ছিলেম।
যদিও ফুলেরা সব
ঝড়ে গেল অবেলায় ঝড়-ঝঞ্ঝায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়
আমি তবু বসে রবো তোমারই আশায়
না হয় না এলে তুমি এই সন্ধ্যায়।


(গীতি কবিতা)
  স।১।১৭