ওরা যুদ্ধ করছিল
ওরা যুদ্ধ করেছিল একদিন।
একটি সবুজকে বাঁচানোর জন্য
একটি প্রিয় মাতৃভূমিকে বাঁচানোর জন্য
কতিপয় অবলা নারীর সম্ভ্রম বাঁচানোর জন্য
অসহায় কিছু নিরপরাধ মানুষের মুখে
কুসুমিত হাসি ফোঁটানোর জন্য।
সবুজ শ্যামলের পটভূতিতে
একটি রক্তিম সূর্য উদয়ের জন্য।
পরাধীনতার নাগপাশ থেকে
আমাদের মুক্ত করার জন্য।
ওরা ইতিহাস হতে চায় নি
ওরা রাজনীতি করতে চায় নি
ওরা চায় নি দেশের রাজত্ব করতে
ওরা চায় নি দেশের মন্ত্রী আমলা হতে।
ওরা চেয়েছিল শুধু
একটি পরিপূর্ণ গণতন্ত্রের জন্মভূমি
একটি অবাধ স্বাধীনতার জন্মভূমি
একটি পূর্নাঙ্গ মানবিক শিক্ষার জন্মভূমি।
ওরা চেয়েছিল
একটি পরিপূর্ণ সুখের বাংলাদেশ
শান্তি, সমৃদ্ধি ও সহানুভূতির বাংলাদেশ
একটি পবিত্রভূমি বাংলাদেশ।
স্বপ্নিল স্বর্গীয় সুখের বাংলাদেশ।
হয়তো কোন একদিন
ওদের স্বপ্ন সত্য হতেও পারে।


৪৭/১১