এখানে এই পাহাড়ের পাদদেশে একটা বাড়ি ছিল
বাড়ি মধ্যে অনেকগুলো মানুষ ছিল।
মানুষের মধ্যে মন ছিল।
মনের মধ্যে প্রেম ছিল, ভালবাসা ছিল।
তারা এখানে হাসতো, কাঁদতো, অভিমান করতো
মাঝে মাঝে ঝগড়াও করতো।
এখন আর তারা নেই,
কোথায় যেন হারিয়ে গেছে।
এখন এই পাহাড়ের বুকের উপর শুমশাম নিরবতা
যেন একটা গোরস্তান।
পাহাড়ের বুকটা ক্ষত বিক্ষত হয়েছিল
রক্তাক্ত হয়েছিল।
সুখবাদী মানুষেরা তা বুঝতেই পারে নি।
প্রচন্ত অভিমানে পাহাড়ের বুকটা সে দিন
থরথর করে কেঁপে উঠেছিল
তারপর সেদিন পাহাড়ের মৃত্যু হলো
আর
পাহাড়ের বুকের মধ্যে তাদের হয়ে গেল কবর।


৫১/৩২