পর্বত খুলিয়া দাও দ্বার
দুচোখ মেলিয়া আমি দেখে যাবো সারাক্ষণ
কোনখানে লুকোনো রহস্য তোমার।
কোনখানে বেঁচে আছে সরল, সহজ জীব
তোমার সন্তান
কোনখানে বাজিয়াছে তোমার গহীণ বীণা
বিজয়ের তান।
কেমনে দাঁড়িয়ে থাকো অটল সাহস নিয়ে
কোটি বছরের সাধনায়
কেমনে বাঁচিয়ে রাখো তোমার শিশুরে তুমি
দেখে যাবো আমি শুধু অবাক ভাষায়।
জীবন ডায়রীটাতে লিখে নিবো আমি শুধু
তোমাদের যতো ইতিহাস
হৃদয় জমিনে আমি এঁকে নিবো গোপনেই
তোমাদের রহস্যের প্রকাশ।


৫১/১