(গীতি কবিতা)
এ ফুল বাহারে পরান আহারে যায় যে ছুটে যায়
কোন সে দুরের শ্যাম পাথারে মন কেন হারায়।
দিনের আলোয় মুখ লুকিয়ে কেন সে হাসে
ঘোমটা পরা লাজুকলতা কেন সে আসে।২
সেই আধো হাসির ফাঁদে এ মন কূল হারাতে চায়
এফুল বাহারে পরান আহারে যায় যে ছুটে যায়
কোন সে দুরের শ্যাম পাথারে মন কেন হারায় ।
দুরের গাঁয়ের অচীণ পথের অচেনা এ ফুল
অজানা কোন সুরভিতে হৃদয় আজ আকুল।২
বুনো ফুলের এ কোন রঙে মনের বনাণিতে
শাখায়  পাতায় সুর ছড়ালো  অচেনা কোন গীতে
ফুলের দেশের  সুরের ধারায় নিজেরে হারাই।
এ ফুল বাহারে পরান আহারে যায় যে ছুটে যায়
কোন সে দুরের শ্যাম পাথারে মন কেন হারায় ।


(গীতি কবিতা)


১/২২