এসো ভাই এসো বোন সকলের হাতে রাখি হাত
      সকলে সাঁজাই আজ পৃথিবীর এই পরিবার।
      সকলেরই হাতে আজ পৃথিবীর মাটি হোক নিত্য নতুন
      ভুলে যাই ভেদাভেদ আজ হব সবাই সবার।
      বন্ধু এসো আজ বুকে শুধু বুকটা মেলাই
      বুকের গভীরে যত হিংসা আজ ভুলে যাই।
      ছোট বড় ভুলে গিয়ে সকলেই প্রাণ খুলে হাসি
      মানুষেরে ভালবাসি, সৃষ্টিকে আরো ভালবাসি।
      এসো ভাই এসো বোন ভালবাসি পৃথিবীর মাটি
      ভালবাসি পৃথিবীর যত আছে জাতি উপজাতি।
      ভালবাসি পৃথিবীর ফুল, ফল ফসল অপার
      নদী,গিড়ি, মরুভুমি, অরণ্য সাগর সবার।
      খাল, বিল, মরুভুমি সকলই সবার।
      পৃথিবীর মাঠ, ঘাট, বন্দর, লোকালয় যত আছে জ্ঞাতি, পরিবার।
      জীবনের জয়গানে আজ এই সব কিছু মুখরিত হোক
      মর্ত্যের মাঝখানে নামলে নামুক আজ স্বর্গ আলোক।
      পৃথিবীর মাটি হোক নির্দোষ, বাধাহীণ আর সুশীতল
      বুক ভরে সকলেই নিতে পারি যেন নিঃশ্বাস
      মানুষের বুকে আছে মানুষেরই বড় আদালত
      স্রষ্টায় যেন থাকে সকলেরই দৃঢ় বিশ্বাস।


        ৭/৩৫......১৫