এ জীবনে শুভক্ষণে এলে তুমি প্রিয়
ফুল নয় মালা নয় হাত ধরে নিও।
চাই না কথার কোন ফুলঝুরি আজ
মুখজুড়ে থাকে যেন হাসি কারুকাজ
আমার হৃদয়ে শুধু প্রেম তুলে দিও।
এ জীবনে শুভক্ষণে এলে তুমি প্রিয়
ফুল নয় মালা নয় হাত ধরে নিও।
আঁধার হৃদয় দ্বীপে তুমি করো বাস
একলাই প্রজা আমি  তুমি যে স্বরাজ
প্রেমের শরাব তুমি একবার পিও।
এ জীবনে শুভক্ষণে এলে তুমি প্রিয়
ফুল নয় মালা নয় হাত ধরে নিও।
শুকনো হৃদয় নদে জোয়ার আসাও
ময়ুরপঙ্খী নাও ওখানে ভাসাও
ভাবের সে নীল নদে একেলা আসিও।
এ জীবনে শুভক্ষণে এলে তুমি প্রিয়
ফুল নয় মালা নয় হাত ধরে নিও।


(স।২।৩৬) ২৮।৫।২৩
গীতিকবিতা